হেলে পড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি স্ট্রাকচার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি লোহার স্ট্রাকচার কাত হয়ে পাশের ৩নং ভবনের উপর হেলে পড়েছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক শ্রমিক জানান, মাটি ঠিকমত না বসায় (পায়েলিং) বুধবার রাতের বৃষ্টিতে পিলারের নিচের মাটি ধসে যাওয়ায় লোহার তৈরি পুরো স্ট্রাকচারটি কাত হয়ে পাশের ওয়ার্কশপের ছাদে গিয়ে পড়ে। তবে এসময় ওয়ার্কশপ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকল্পের একজন কর্মকর্তা রুহুল আমিন স্ট্রাকচার হেলে পড়ার ঘটনা স্বীকার করে বলেন, এতে কেউ আহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে হেলে পড়া স্ট্রাকচারটি অপসারণের কাজ চলছে।



মন্তব্য চালু নেই