হেলিকপ্টারে চড়ে ঢাকায় গেলেন রিকসা চালক !

কার না থাকে আকাশে উড়ার সাধ। কিন্তু সাধ থাকলেও সাধ্য আছে কয়জনের? তারপরও এই অসাধ্যকে এবার সাধ্য করে ফেললো সামান্য একজন রিকসা চালক। তিনি গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে গেলেন সেই সুদূর রাজধানীতে। তাও আবার দেশের একজন ভিআইপি পার্সোনের সাথে। যেটি ছিল সত্যি একটা ভাগ্যের ব্যাপার।

এবার জেনে নেওয়া যাক মূল ঘটনা:

ভোলার চরফ্যাশনের উত্তর ফ্যাশন গ্রামের রিকসা চালক ছালাউদ্দিনের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। তিনি পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের মোবাইল ফোনে এস এম এস দিয়ে তার এ ইচ্ছার কথা জানান। এস এম এস পেয়ে উপমন্ত্রী জ্যাকব ৪ জুলাই তার নির্বাচনী এলাকার ঐ রিকসা চালক কে নিজের সঙ্গে হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে আসেন। ছালাউদ্দিনের হেলিকপ্টারে চড়ার শখ পূরণ হয়। চরফ্যাশনের সর্বস্তরের মানুষের কাছে ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে।



মন্তব্য চালু নেই