হৃদরোগে ডায়াবেটিস রোগীদের মৃত্যুঝুঁকি ৫০% বাড়ে

ডায়াবেটিস রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০% বৃদ্ধি পায়। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।

ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ও প্রধান গবেষক ক্রিস গেল বলেন, “গবেষণার ফলাফল জোরালোভাবে প্রমাণ করে যে, ডায়াবেটিস রোগীরা দীর্ঘমেয়াদে বোঝা হিসাবে চিহিৃত হয়ে পড়ে।”

গবেষণায় দেখা যায়, ৫৬% ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেছেন যারা এসটি অ্যালিভেশন মাইয়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের(এসটিইএমআই) প্রভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই ধরনের রোগীদের করোনারি আর্টারি পুরোপুরি ব্লক হয়ে যায়।

গবেষণা প্রতিষ্ঠান ডায়াবেটিস ইউকে’র গবেষণা তহবিলের প্রধান এনা মরিস বলেন, কার্যকরভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে হৃদরোগের ঝুঁকি কমে। স্বাস্থ্যকর খাবার-দাবার, ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গবেষকরা ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমন সাত লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করেন। তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২১ হাজার।



মন্তব্য চালু নেই