হৃতিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

এমনিতেই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে পুরনো প্রেমের জেরে জেরবার হৃতিক রোশন। এক সময়ের মধুর সম্পর্ক এখন প্রকাশ্যে কাদা ছোড়াছোড়ির গণ্ডি টপকে আইনি লড়াইয়ের কাঠগড়ায় এসে পৌঁছেছে। কঙ্গনার দিকে মৌখিক আক্রমণ শানাতে গিয়ে হৃতিক টেনে এনেছিলেন পোপের প্রসঙ্গ। বলেছিলেন, ‘‘কঙ্গনার চেয়ে পোপের সঙ্গে প্রেম করা অনেক ভাল।”

এ বার হৃতিকের সেই মন্তব্যই তাঁর দিকে বুমেরাং হয়ে ফিরে এলো। পোপ ফ্রান্সিসকে অবমাননার দায়ে হৃতিকের বিরুদ্ধে এই মামলা ঠুকলেন ক্রিশ্চান ভয়েজ নামক সংগঠনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই। তাঁর অভিযোগ পোপ বলতে নিশ্চিত ভাবেই হৃতিক আসলে পোপ ফ্রান্সিসের কথাই উল্লেখ করেছেন।

হৃতিককে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ক্যাথলিক ক্রিশ্চানদের ধর্মানুযায়ী সমকামিতা অপরাধ। সেখানে পৃথিবীতে রোমান ক্যাথলিকদের প্রধানকে নিয়ে সেই ধরনের একটি সম্পর্কের ইঙ্গিত অত্যন্ত গর্হিত অপরাধ। সজ্ঞানে করা হৃতিকের এই মন্তব্য ক্ষমার যোগ্য নয়।

হৃতিকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ নম্বর ধারায় ফৌজদারী মামলা করা হয়েছে।



মন্তব্য চালু নেই