হুদহুদে মৃতের সংখ্যা বেড়ে ২৬

ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে ভারতে সবমিলিয়ে ২৬ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশেই মারা গেছে ২২ জন। এর আগে এই ঝড়ে আট জন মারা গেছে বলে জানিয়েছিল দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শ করবেন বলে জানা গেছে।
মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুদহুদের আঘাতে ভারতের উপকূলীয়বর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশে ২২ জন মারা গেছে। এদের মধ্যে বিশাখাপাট্টমে ১৫ জন, ভিজিয়ানগরের ছয় জন এবং শ্রীকাকুলামে মারা গেছেন একজন।
সরকারি মুখপাত্র পারাকালা প্রভাকর আরো জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে প্রদেশে ৬৬০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ১৭৮০টি গবাদি পশু মারা গেছে।
এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক শেষে তিনি বিকেলে বিমান থেকে বিশাখাপাট্টামসহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জেলাগুলো পরিদর্শন করবেন।
রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় আঘাত হানে হুদহুদ। এর আগেই দুই প্রদেশের প্রায় পাঁচ লাখের মত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে।



মন্তব্য চালু নেই