হুতিদের স্কাড ক্ষেপনাস্ত্র ভূপাতিত করেছে সৌদি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব। শুক্রবার গভীর রাতে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৬ মার্চ হুতিদের সঙ্গে সৌদি আরবের লড়াইয়ে জড়ানোর পর এই প্রথম স্কাড ক্ষেপনাস্ত্র হামলার ঘটনা ঘটলো।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটে হুতি মিলিশিয়া ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ খামিস আল-মুশাহিত শহর লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়ে। সমস্ত প্রশংসা আল্লাহর সৌদি আরবের রাজকীয় বিমান বাহিনী এটি প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র দিয়ে আটকে দিয়েছে।’

এর আগে শুক্রবার হুতি বিদ্রোহী ও ইয়েমেনের সাবেক শাসক আলী আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনীর হামলায় চার সৌদি সেনা নিহত হয়েছে। দেশটির জিজান ও নাজরানে ওই হামলা চালানো হয়।



মন্তব্য চালু নেই