হিলারির ই-মেইলে ‘অতি গুরুত্বপূর্ণ’ নথি ছিল

আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইলে পাঠানো ২২টি নথিকে ‘অত্যন্ত গোপনীয়’ হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এসব ই-মেইল বার্তা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় হিলারি ক্লিনটনকে পাঠানো হয়েছিল । আইওয়ায় শুরু হতে যাওয়া দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ভোটাভুটির মাত্র তিনদিন আগে শুক্রবার এ তথ্য প্রকাশ করলো স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি জানান, ব্যক্তিগত সার্ভার থেকে হিলারি যেসব ই-মেইল বার্তা আদান-প্রদান করতেন তার মধ্যে ৩৭ পাতার ২২টি চিঠি ছিল অতি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই নথিগুলো যখন পাঠানো হয়েছিল তখন এগুলো গোপনীয় বলে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিলারি ক্লিনটন। এসময় সরকারি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে তিনি ব্যক্তিগত সার্ভারের মাধ্যমে ই-মেইল আদান-প্রদান করতেন।



মন্তব্য চালু নেই