হিলারির ইমেইল নতুন করে তদন্ত করবে এফবিআই

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে তারা নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে। কারণ সেই সময়ের আরো কিছু ইমেইলের সন্ধান পেয়েছে তারা।

এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন।

তবে হিলারির বিশ্বাস, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। দ্রুত তদন্ত করে ফলাফল আমেরিকান জনগণের সামনে তুলে ধরার জন্যও তিনি আহবান জানিয়েছেন।

২০১৫ সালে প্রথম এই অভিযোগ উঠায় তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল এফবিআই। এ কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই বিষয়টিকে হিলারির বিরুদ্ধে একটি অভিযোগ বা অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা।

এটি প্রেসিডেন্ট পদের জন্য একটি ‘দায়িত্বহীন আচরণ’ বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এই ইস্যুতে হিলারি বলেন, ‘আমেরিকান মানুষ দ্রুত এই বিষয়ে পূর্ণ এবং তথ্য পাওয়ার অধিকার রাখে। তবে আমি নিশ্চিত যে, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। তার আগে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য চালু নেই