হিলারিকে ছদ্মনামে ওবামার ই-মেইল!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারি ক্লিনটনকে ছদ্মনামে ই-মেইল পাঠাতেন বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।

সংস্থার তরফ থেকে শুক্রবার প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে প্রাপ্ত তথ্য তদন্ত করে বিষয়টি জানা গেছে। এফবিআই প্রকাশিত এসব তথ্যে হিলারির দীর্ঘদিনের উপদেষ্টা হুমা আবেদিন সহ তার অন্য সহযোগীদের সাক্ষাৎকারের তথ্যও প্রকাশ পেয়েছে।

হুমা আবেদিনের সাক্ষাৎকারের ভিত্তিতে এফবিআই জানায়, ক্লিনটনের ই-মেইল অ্যাড্রেসের ঠিকানায় থাকা একটি নাম প্রেসিডেন্টের ছদ্মনাম। ওই নামেই প্রেসিডেন্ট হিলারির সঙ্গে যোগাযোগ করতেন।

তবে আবেদিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ছদ্মনামের ব্যক্তিকে তিনি চিনেন না। আর প্রেসিডেন্ট ছদ্মনামে ই-মেইল করবেন এমন কথায় বেশ অবাকই হয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই