হিন্দু রাষ্ট্রের দাবিতে নেপালে বিক্ষোভ

হিন্দু রাষ্ট্রের মর্যাদায় ফিরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে নেপালের গণপরিষদ। এ সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডুতে সোমবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।

গণপরিষদের বাইরের পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হওয়ার পর, নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। তবে হিন্দু রাষ্ট্রের মর্যাদায় ফেরত যাওয়ার দাবিতে পার্লামেন্টে প্রস্তাব পেশ করে নেপালের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। সোমবার গণপরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য এ প্রস্তাবের বিরোধিতা করায়, ধর্মনিরপেক্ষ পরিচয়ই বহাল রাখার সিদ্ধান্ত নিল নেপাল।



মন্তব্য চালু নেই