হিন্দুরা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করেন কেন?

হিন্দু ধর্মীয় প্রথাগুলির মধ্যে মন্দির প্রদক্ষিণ এক অতি সাধারণ ব্যাপার। এই প্রথা এতটাই নৈমিত্তিক যে, অনেক সময়ে একে আলাদা করে মনেও রাখেন না সনাতন ধর্মে বিশ্বাসী সম্প্রদায়। কিন্তু তলিয়ে দেখলে জানা যায়, এই মন্দির প্রদক্ষিণের প্রথাটি গভীরতর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।

সর্বাগ্রে এটা বলা দরকার, মন্দির পরিক্রমার বিশেষ নিয়ম রয়েছে। যে কোনও দিক থেকে মন্দির প্রদক্ষিণ করা যায় না। শাস্ত্র অনুসারে, মন্দির পরিক্রমা করতে হয় ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডানে। সাধারণত তিনবার করতে হয় এই ক্রিয়া। বাম থেকে দক্ষিণে এই ক্রিয়া সম্পন্ন হয় বলেই এই ক্রিয়ার নাম প্র-‘দক্ষিণা’। হিন্দু ঐতিহ্য অনুসারে দক্ষিণাবর্ত এক পবিত্র বিষয়। এই ঘূর্ণনে পুণ্যলাভ হয়।

• প্রথম পরিক্রমার অর্থ পার্থিব বন্ধন থেকে মুক্তি। দৈনন্দিনের গ্লানি থেকে মুক্তির প্রতীক এই পরিক্রমা।

• দ্বিতীয় পরিক্রমাটি পারিবারিক বন্ধনমুক্তির প্রতীক।

• তৃতীয় পরিক্রমা হল অহং থেকে মুক্তির প্রতীক।

এই তিন মুক্তি সম্পন্ন হলে তবেই গর্ভগৃহে প্রবেশ করে দেব-দর্শনের উপযুক্ত হয় সত্তা।



মন্তব্য চালু নেই