হিটলারের ঘোড়া কালো বাজারে !

জার্মানির এক সময়ের একনায়ক অ্যাডলফ হিটলারের ঘোড়া কালোবাজার থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘোড়া দুটি হিটলারের মন্ত্রণালয়ের সামনে অবস্থান করতো। সমপ্রতি জার্মান পুলিশ এই ঘোড়া দুটিকে উদ্ধার করে।

এই ঘোড়া কিন্তু সত্যিকারের জীবন্ত ঘোড়া নয়, দুটি ঘোড়ার ভাস্কর্য। পুলিশ কালোবাজারে অভিযান চালিয়ে অনেকগুলো শিল্পকর্মের মধ্যে ঘোড়া দুটির ভাস্কর্যের টুকরাগুলো খুঁজে পায়। এছাড়া কালোবাজার থেকে গ্রানাইড পাথরের তৈরি নাজি স্টাইলের কয়েকটা মানবমূর্তিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আটজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জোসেফ থোরাকের নকশায় বার্লিন ভবনের জন্য বিশেষভাবে তৈরি এই শিল্পকর্মের নাম ছিল ‘ওয়াকিং হর্স’। সোভিয়েত ফোর্সের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘোড়াগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়।

এই শিল্পকর্ম বার্লিন দেয়াল পতনের আগে পর্যন্ত ১৯৮৯ সালে সোভিয়েত ব্যারাকের কাছে দেখা যায়। জার্মান সংবাদপত্র জানায়, হারিয়ে যাওয়ার আগে বুলেটবিদ্ধ ভাস্কর্যগুলোকে সোনালি রঙে আবৃত করা হয়। খুঁজে পাওয়া এসব ভাস্কর্যের টুকরা দিয়ে ছোট বালক-বালিকারা খেলাধুলাও করতো।

ইউপিআই



মন্তব্য চালু নেই