হাসির বিপদ!

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকোর সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিলো। এ মৌসুমের প্রথম ২০ ম্যাচের ১৬টিতেই খেলেছেন তিনি। কিন্তু, অনির্দিষ্ট সময়ের জন্য দলের সাথে খেলা হচ্ছে না তার আর।

শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ ১০-২ গোলের বিশাল ব্যবধানে যেতে কিন্তু সে ম্যাচেই কপাল পোড়ে তার। তার অপরাধ ছিলো দলের খারাপ সময়ে সাইড বেঞ্চে বসে হাসা।

ম্যাচে যখন ১৩ মিনিটের মধ্যেই ২-১ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল, সেই সময় ইসকো পেছনে বসে হাসাহাসি করছিলেন, সেটা দেখে ফেলেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের এক সহকারী। তিনি বেনিতেজের কাছে এ বিষয়ে রিপোর্ট করেন।

এর পরেই ইসকোকে বদলি হিসেবে দূরে থাক, দৌড়ঝাঁপ করে গা গরম করারও সুযোগ দেননি বেনিতেজ। সুযোগ পেয়ে গেছেন অনিয়মিত ভাসকেজ, কোভাচিচরা। সামনে ইসকো আবার কবে মাঠে নামতে পারবেন ঠিক নেই!



মন্তব্য চালু নেই