হাসিনা মিথ্যা বললে ওবামা প্রশংসা করতেন না

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের দাবি, ‘মির্জা ফখরুল বলেছেন শেষ হাসিনা মিথ্যা কথা বলেন। আর শেখ হাসিনা যদি মিথ্যা কথা বলতেনই তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রশংসা করতেন না।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক।

ফখরুল ইসলামকে মুর্খ আখ্যায়িত করে সাহারা খাতুন বলেন, ‘বিএনপি নেতারা ক্ষমতা পাবার জন্য পাগল হয়ে গেছে। তারা দেশের শত্রু। আর বাংলাদেশকে সমৃদ্ধ করতে সর্বস্তরের জনগণকে এক হয়ে দেশের এসব শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে না পেরে বিএনপি বিরাট ভুল করেছে মন্তব্য করে সাহারা খাতুন বলেন, ‘এখন তারা তাদের ভুল বুঝতে পেরে আবোল তাবোল বকছে।’

এসময় তিনি শেখ রাসেলের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান, সিনিয়ার সহ-সভাপতি ড. এমদাদুল হক মিলন, ভাসানী ন্যাপের সভাপতি মোস্তাক আহমেদ ভাসানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহনাজ পারভীন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই