হাসিনা-খালেদার কাছে মুহিতের দুই আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দুটি আবদেন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন, সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য। আর বেগম জিয়ার কাছে আবেদন জানিয়েছেন, দেশের উন্নয়নে বাধ সাধবেন না বলে।

মঙ্গলবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে ‘রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব’ জানিয়ে বক্তব্যে তিনি এ দুই আবেদন করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে বাধা দিচ্ছেন একজন মহিলা। আমি নিশ্চিত ছিলাম ছয় বছর ধরে প্রবৃদ্ধির হার যে ছয়ের কোঠায় বন্দী হয়ে আছে, সেটা ২০১৫ সালে বেড়ে ৭-এ পৌঁছাবে। আমাদের সম্ভাবনা গড়ে উঠেছে, সেটাকে কী করে ধরে রাখতে পারি। বাস্তবায়নের উপায় দুটি। একটি হচ্ছে, খালেদা জিয়ার সুমতি। দেশ থেকে দারিদ্র্য যে দূর হয়ে যাচ্ছে, এটা তাকে সহ্য করতে হবে। অন্যটি হচ্ছে, প্রধানমন্ত্রীকে এসব সন্ত্রাসবাদ শক্ত হাতে দমন করতে হবে।’

উন্নয়নের প্রসঙ্গ টেনে এনে অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যের হার বাংলাদেশ ২০১৮ সালে ১২ শতাংশে নেমে আসবে। দারিদ্র্য এদেশে থাকবে না। এখন কোনো গ্রামে গেলে মানুষের জীবনের কর্মকাণ্ড দেখলে সবাইকে বিস্মিত হতে হবে। আমাদের দেশে কোনো অলস শ্রমশক্তি নেই। শ্রমিক খুঁজলে পাওয়া যায় না। ১৬ কোটি মানুষের কাজের কারণে দারিদ্র্য বিতাড়িত হতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘২০১৩ সালে দারিদ্র্যসীমার নিচে মানুষ ছিল ২২ শতাংশ, অতিদরিদ্র ছিল মাত্র ৯ শতাংশ। ২০১০ সালে এ চিত্রে দারিদ্র্যসীমার নিচে মানুষ ছিল সাড়ে ৩০ শতাংশ এবং অতিদরিদ্র ছিল সাড়ে ২২ শতাংশ। আমরা বৈষম্য দূর করছি। অভ্যন্তরীণ চাহিদা বাড়লে দরিদ্র কমে যায়। আমাদের সেটাই হচ্ছে। অতিদরিদ্রের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন, সেটা আমরা করছি।’

মুহিত বলেন, ‘বর্তমান বাংলাদেশ ২০০৮ সালের বাংলাদেশ নয়। এখন প্রায় সবাই কাজ করছে। এখানে সবাই কাজ করে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। দেশটাকে সবাই মিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।’



মন্তব্য চালু নেই