হাসিনা কি চিরকাল বেঁচে থাকবে?

বিএনপিকে ইউপি নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার পরামর্শ দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদকে হুঁশিয়ার করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘রকিবের বিচার বাংলার মাটিতে হবেই। তুই রকিব কী ভাবছিস, হাসিনা চিরকাল বেঁচে থাকবে?’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

ইউপি নির্বাচনে নিজ দলের অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, ‘এ অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আমাদের দলীয় প্রতীককে শুধু অসম্মানই করা হচ্ছে।’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্বাধীনতা পদকপ্রাপ্তির সমালোচনা করে তিনি বলেন, ‘বহু আগই মুহিতের পদত্যাগ করা উচিত ছিল। সেটি না করে রিজার্ভ ব্যাংকের টাকা চুরি, হল মার্ক কেলেঙ্কারির ওই মালে (আবুল মাল) আকৃষ্ট হয়ে শেখ হাসিনা তাকে পুরস্কার স্বরূপ স্বাধীনতা পদক দিয়েছে।’

শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গ টেনে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা আছে, অপরাধ অনেক করেছেন। খালেদাকে গ্রেপ্তার করলে বিএনপি এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে।’

আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



মন্তব্য চালু নেই