হাসিনাকে দক্ষিণী সিল্ক শাড়ি, সুষমাকে উপহার জামদানি

দিলীপ মজুমদার (কলকাতা): নওয়াজ শরিফের সঙ্গে নরেন্দ্র মোদির শাল-শাড়ি বিনিময়ের কূটনীতির পর এবার শাড়ি দেওয়া নেওয়ার পথে সম্পর্ক মজবুত করার কৌশল ভারত, বাংলাদেশের।ঢাকা সফরে গিয়ে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রিম রঙের দক্ষিণী সিল্ক শাড়ি উপহার দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।পাল্টা তাঁকে হাসিনার উপহার জামদানি শাড়ি।

বিদেশমন্ত্রী হিসাবে প্রথম বাংলাদেশ সফরে গিয়ে প্রোটোকলের বাইরে বিশেষ অভ্যর্থনা পান সুষমা।তাঁকে নিজে এগিয়ে এসে কার্যালয়ের রিসেপশনে স্বাগত জানান বাংলাদেশি প্রধানমন্ত্রী। সুষমাকে উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে নেন তিনি।হাসিনার হাতে নিজে পছন্দ করে বেছে কেনা শাড়িটি তুলে দেন সুষমা।আর হাসিনা তাঁর হাতে তুলে দেন জামদানিটি।

প্রসঙ্গত, গত মাসে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এলে তাঁর মায়ের জন্য তাঁর হাতে উপহার হিসাবে একটি শাল তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।দেশে ফিরে গিয়ে মোদির মায়ের জন্য একটি শাল পাঠান নওয়াজ।কূটনীতির বাইরে হেঁটে তাঁরা পারস্পরিক সৌজন্যের উদাহরণ তৈরি করেন।তারই পুনরাবৃত্তি হল সুষমা, হাসিনার বেলায়।



মন্তব্য চালু নেই