হালকা-পাতলা গড়ন? ফ্যাশনের ৫ বিষয় সব সময় মনে রাখুন

আপনি যদি হালকা-পাতলা গড়নের নারী হন তাহলে এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে রয়েছে আপনাকে বয়সের তুলনায় তরুণ লাগবে এবং যে কোনো ধরনের স্টাইলই মানিয়ে নিতে পারবেন। কিন্তু অসুবিধার মধ্যে রয়েছে কাপড়ের সাইজ। পছন্দমতো সাইজের কাপড় বাজারে নাও পেতে পারেন। তবে কিছু বিষয় মেনে চললে এ সমস্যা সহজেই কাটিয়ে তোলা সম্ভব।

১. আঁটোসাঁটো নয় ঢিলাঢালা
হালকা-পাতলা মেয়েদের আঁটোসাঁটো পোশাকের তুলনায় ঢিলাঢালা পোশাকে ভালো মানায়। এজন্য যে কোনো পোশাক কেনার সময়েই তা যথেষ্ট ঢিলাঢালা কি না, দেখে নিন।

২. মানানসই ডেনিম
টাইট বা স্কিনি ডেনিমে আপনার দেহকে আরও পাতলা দেখা যাবে। কিন্তু আপনি যদি জিন্সের প্যান্ট কেনার সময়েও স্কিনি না কিনে কিছুটা পুরু ও ঢিলাঢালা দেখে কিনেন তাহলে তা অনেকখানি মানিয়ে যাবে।

৩. উপরে-নিচে নয়, পাশাপাশি স্ট্রাইপ
এটা মনে রাখতে হবে যে, কোনো পোশাকের ভার্টিকাল বা উপরে নিচে স্ট্রাইপ থাকলে তা পরার পর আপনাকে আরো পাতলা দেখা যাবে। সে তুলনায় হরিজন্টাল বা পাশাপাশি স্ট্রাইপ থাকলে তা আপনাকে মানিয়ে নেবে।

৪. শিফন বদলে সিল্ক
পাতলা শিফন ও জর্জেট শাড়িতে আপনাকে আরও পাতলা দেখা যাবে। তাই সিল্ক ও কটন শাড়ি এক্ষেত্রে হতে পারে আপনার জন্য একটি ভালো ফ্যাশন।

৫. স্টাইল ব্যাগি
ভালো ফিগার প্রয়োজন এমন সব টপস বাদ দিয়ে নকশাদার পোশাক দেখুন। এক্ষেত্রে বড় টি, ঢিলাঢালা টপস ও ব্যাগি পছন্দ করুন।



মন্তব্য চালু নেই