হার পছন্দ করেন না কোহলি!

অ্যাডিলেডে ছিলেন ভারপ্রাপ্ত! সেই ম্যাচে হারতে হয়েছিল লড়াই করে। আর সিডনিতে সেই ভার থেকে মুক্ত হয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক। বিরাট কোহলির তাই শুরুটা বলা যায় ভালো ভালোতেই হলো।

সিডনি টেস্টটি ছিল আবেগের। এই মাঠেই প্রায় দেড়মাস আগে বাউন্সারের আঘাতে প্রান হারাতে হয়েছিল স্টিভেন স্মিথদের সতীর্থ ফিল হিউজকে। বেঁচে থাকলে হয়তো তিনিও খেলতেন এই মাঠে। হিউজের স্মৃতিময় এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি বিরাট কোহলির ভারত। শেষ পর্যন্ত ড্রই হয়েছে টেস্ট।

তবে, সিরিজ তো হারতেই হলো। তবুও সিডনিতে ম্যাচ শেষে কোহলি বললেন, ‘আমি হারতে পছন্দ করি না। এই সিরিজে দলের পারফরম্যান্সে আমি গর্বিত। কঠিন সময় ক্রিকেটাররা তাদের দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কাজটা মোটেই সহজ নয়। তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি, ঠিক সেভাবেই খেলেছি। ’

সিডনিতে দলের দ্বিতীয় ইনিংস নিয়ে বিরাট বলেন, ‘আমাদের ধৈর্য্যের পাশাপাশি মানসিকতার পরীক্ষা দিতে হয়েছে। শেষের দিকে রাহানের সংযমী ইনিংস তারিফ করার মতো। জিততে পারলে ভালো লাগত; কিন্তু ড্র করতে পেরে আমি তৃপ্ত।’

পুরো সিরিজের আট ইনিংস মিলিয়ে ৬৯২ রান করেছেন বিরাট। নিজের পারফরম্যান্স সম্বন্ধে বিরাট বলেন, ‘এখানে ব্যাটিং উপভোগ করেছি আমি। এই ভালো ইনিংসগুলো দেশকে জেতাতে পারলে আরও ভালো লাগত। আমি পজিটিভভাবেই ক্রিকেট খেলতে ভালোবাসি। সত্যি বলতে হারকে আমি ঘৃণা করি।’

আগামী মাসেই ক্রিকেটের মহারণে নামবে টিম ইন্ডিয়া। এ ব্যাপারে বিরাট বলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে পারি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে ভালো ক্রিকেট খেলেছি। আশা করছি এই সফরের অভিজ্ঞতা আমাদের বিশ্বকাপে কাজে লাগবে।’



মন্তব্য চালু নেই