হারের পর যা বললেন ‘বিমর্ষ’ মরগান

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এভাবে হারতে হবে তা চিন্তাও করেননি ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ২ বল আগে জয় নিশ্চিত করে। স্টোকসের করা শেষ ওভারের প্রথম ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ব্রেথওয়েট।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানিয়ে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান বলেন,‘আমি ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানাচ্ছি। তারা বেশ ভালো করেছে। ম্যাচটি মুহুর্তে-মুহুর্তে রং পাল্টেছে। যেভাবে আমরা খেলছিলাম মনে হচ্ছিল আমরা জিতে যাব। কিন্তু হয়নি।’

‘স্কোরবোর্ডে কম রান হয়েছে। ব্যাটিংয়ে ১৮০-১৯০ রান করা উচিত ছিল। ব্যাটিং উইকেটে এত রান দিয়েও যেভাবে বোলাররা লড়াই করেছে তা প্রশংসার দাবিদার। আমরা শুরুতেই ২ উইকেট তুলে নেই। এরপরও ভালো বোলিং করে যাই। শেষ পর্যন্ত আমরা লড়াইয়ে ছিলাম। শেষ ওভারে যেটা হয়েছে সেটা স্টোকসের কোনো দোষ নেই। সে কোনো ভুলও করেনি। আমরা সবাই একসঙ্গে আছি। আমরা যেভাবে আমাদের জয় ভাগাভাগি করি সেভাবে আজকের কষ্টও ভাগাভাগি করব। আমি মনে করি বিশেষ কিছুর এটা একটা শুরু।’



মন্তব্য চালু নেই