হামাসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মিশরের আপিল আদালত। চার মাস আগে নিম্ম আদালত এক আবেদনের পরিপ্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী দলের তালিকায় অর্ন্তভুক্ত করতে নির্দেশ দিয়েছিল। শনিবার কায়রোর আপিল আদালত তালিকা থেকে হামাসের নাম বাদ দেয়ার নির্দেশ দেয়।

মিশরের আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটির কর্মকর্তা ঘাজি হামিদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা খুব ভালো দিন। আমি আশা করি হামাস ও মিশরের মধ্যে সম্পর্ক নতুন করে সামনে এগিয়ে নেয়া যাবে।’

গত ২৮ ফেব্রুয়ারি কায়রোর ‘কোর্ট অব আর্জেন্ট ম্যাটার্স’ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছিল। তার আগে জানুয়ারি মাসে ওই আদালত দাবি করে- মিশরের গোলাযোগপূর্ণ সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর ওপর যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার সঙ্গে হামাস জড়িত রয়েছে। তবে, গত মার্চ মাসে এ রায়ের বিরুদ্ধে মিশরের সরকারি আইনজীবীদের সংগঠন আপিল করে।



মন্তব্য চালু নেই