হামলা হতে পারে ব্রাজিল অলিম্পিকে

আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসে জঙ্গি হামলার আশঙ্কা করছে ফ্রান্স। শুক্রবার দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমনই এক খবর প্রকাশ করেছে রাশিয়ার একটি সংবাদমাধ্যম। তবে বিষয়টি সম্পর্কে ফ্রান্সের কাছ থেকে এখনো কোনো তথ্য পায়নি ব্রাজিলীয় গোয়েন্দা সংস্থা এবিআইএন।

রাশিয়ান টুডে (আরটি) নামের ওই সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। এর আগে অবশ্য হামলার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ ব্রাজিলীয় আইনমন্ত্রী আলেহান্দ্রে মোরেস। চলতি মাসেই তিনি অলিম্পিক চলাকালে রিওতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে সে সময় হামলার বিষয়ে জোরালো কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এবারের অলিম্পিকের আয়োজক দেশ ব্রাজিল। যেখানে সারা পৃথিবী থেকে জড়ো হবে সাড়ে ১০ হাজার মানুষ। অ্যাথলেটরা ছাড়াও সেখানে থাকবেন কর্মকর্তা, সাংবাদিক ও কিছু পর্যটকও। তাদেরই নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানে নিয়োজিত থাকবে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী।



মন্তব্য চালু নেই