হামলার চেষ্টাকারীর মোটরসাইকেলে নম্বরপ্লেট নেই

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবক যে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থলে এসেছিলেন, সেটির কোনো নম্বরপ্লেট নেই।

এর ফলে যুবকের পরিচয় শনাক্ত করতে গাড়ি নিবন্ধনের সূত্র কাজে লাগাতে পারছে না র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, ওই যুবকের মোটরসাইকেলে নম্বরপ্লেট নেই। এখন মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর দিয়ে মালিক খোঁজার চেষ্টা করা হবে। আমাদের প্রাথমিক ধারণা, মোটরসাইকেলটির নিবন্ধন করেননি চালক।

এদিকে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছেছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন।

শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র‌্যাব-৩-এর খিলগাঁও শেখের জায়গা চেকপোস্টে ঢোকার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি গুলি চালান। র‌্যাব পাল্টা গুলি চালালে ওই যুবক নিহত হন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হন।

এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।



মন্তব্য চালু নেই