‘হামলাকারীদের নরকে পাঠানো হবে’

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযানের কথা নিশ্চিত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাসে হামলা করে তারা যদি ভাবেন স্বর্গে বাস করছেন, তবে তারা ভুল করছেন। তাদের খুঁজে বের করে নরকে পাঠানো হবে। খুব শিগরিগই হামলাকারীদের গ্রেফতার করা হবে।

বুধবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টও তাড়াতাড়ি পাওয়া যাবে। হামলায় যারাই জড়িত থাকুক, খুব শিগগিরই তাদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২ জুন মধ্যরাতে কুমিল্লার চান্দিনায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সাত জন দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাদের কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়। আর বাকি পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই