হানিমুনে কেন যাবেন?

বিয়ের পর অনেক দম্পতি ব্যস্ততা, অর্থের অভাব, ইচ্ছা না থাকা কিংবা অন্য কোনো কারণে হানিমুনে যান না। এ জন্য অবশ্য অনেক দম্পতি পরে আফসোস করেন। তবে আফসোসটাই বড় কথা নয়। হানিমুনে না যাওয়ার কারণে নিজেদের মধ্যে ভালো বোঝাপরাটাও হয়ে ওঠে না। তাছাড়া এমন কিছু কারণ আছে, যে জন্য নব দম্পতির হানিমুনে যাওয়া অবশ্যই দরকার। যেমন-

বিয়ের পর সাধারণত পরিবারের সঙ্গে থাকায় নিজেরা একান্তে সময় কাটানো যায় না। হানিমুনে গেলে স্বামী-স্ত্রী একান্তে সময় কাটানো যায়।

পারিবারিক পরিবেশে ব্যস্ততার কারণে দুজনের পছন্দ-অপছন্দগুলো জানা যায় না। একান্তে সময় কাটালে, কথা বলতে বলতে দুজনের ভালোলাগা ও মন্দলাগা বিষয়গুলো জানা যায়। সংসার করতে ভালোলাগা-মন্দলাগা বিষয়গুলো জানা একান্ত জরুরি।

নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা হয়। হানিমুন থেকে ফিরে স্মৃতির পাতা থেকে স্মৃতিচারণ করা যায়। এতে সম্পর্ক খানিকটা মজবুত হয়।

এছাড়া হানিমুনের ছবিগুলো সারাজীবনের জন্য এক মহাকাব্য হয়ে থাকে। মাঝে মধ্যে ছবিগুলো বের করে দেখলে রোমান্টিকতা বাড়ে।

যারা বিয়ের পর হানিমুনে যেতে পারেননি, ঈদের ছুটিতে তারা হানিমুনে যেতে পারেন, যা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন।



মন্তব্য চালু নেই