হাথিন কিয়াউ মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট !

হাথিন কিয়াউ সম্ভবত মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন! মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, এতে প্রার্থী তালিকায় নেই অং সান সু চি। রয়েছেন তার ঘনিষ্ঠ হাথিন কিয়াউ। সু চির দলের পাল্লা ভারী হওয়ায় তিনিই প্রেসিডেন্ট হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রেসিডেন্ট পদে তাদের দুজন প্রার্থীর নাম প্রস্তাব করেছে। আর তৃতীয় একজন প্রার্থীর নাম প্রস্তাব করবে সামরিক বাহিনী।

সূত্রমতে, প্রার্থীদের মধ্যে সু চির ঘনিষ্ঠ বলে পরিচিত হাথিন কিয়াউরই জয়ের সম্ভাবনা অনেক বেশি। কারণ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এনএলডি।

আগামী কয়েকদিনের মধ্যেই দেশটির পার্লামেন্ট তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তিনজনের মধ্যে পরাজিত বাকি দুজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন।

মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী, বিদেশিকে বিয়ে করার কারণে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না সু চি। যদিও এই ধারা বিলোপের বিষয়ে আলোচনা চলছে। অবশ্য সু চি আগেই ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্টের উপরে থাকবেন।

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই