হাত-পায়ের যত্নে যা করবেন

আপনার করা সব কাজেই থাকে হাতের ব্যবহার। অপরদিকে রাস্তায় চলাফেরায় ধুলা-কাদা ও ময়লা পানির কবলে প্রতিদিন পড়তে হচ্ছে সুন্দর পা দুটিকে। কাজের চাপ আর চলাফেরার ধকলে হাত পায়ের কোমলতা যাচ্ছে উধাও হয়ে।

রুক্ষ্ম-শুষ্ক এসব হাত-পা কারো সামনে বের করতে তখন সঙ্কোচের আর শেষ থাকে না। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত থেকে নিজেকে সহজেই বাঁচাতে পারেন। মনের মতোই নরম আর কোমল করতে পারেন শত ব্যস্ত হাত-পাকে। তাই আসুন জেনে নেয়া যাক ছোট্ট একটি কৌশল।

যা যা লাগবে অলিভ অয়েল অথবা নারিকেল তেল এবং চিনি।যেভাবে করবেনসমান পরিমাণ অলিভ অয়েল ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। যাদের হাত কালো দাগ আছে, তারা একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি হাত-পায়ে ম্যাসাজ করুন ১ মিনিট ধরে। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে সামান্য পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করে লাগিয়ে নিন। তবে সেরা উপকার পেতে মাখন দিয়ে হাত-পা ম্যাসাজ করে নিতে পারেন। এছাড়াও সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়েও ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন একবার করতে পারলে হাত-পা থাকবে দাগমুক্ত ও মনের মতোই কোমল।



মন্তব্য চালু নেই