হাজীগঞ্জে ত্রিশূল সংঘের বস্ত্র বিতরণ ও র‌্যফেল ড্র

সুজন দাস  : হাজীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে ত্রিশূল সংঘের উদ্দেগে দশমী পূজার দিন ত্রিশূল সংঘের অনুষ্ঠান মালার সূচি হিসেবে গরি দুস্থ্য ও অসহাদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। পূজার আনন্দের পাশা পাশি গরির হত দরিদ্রদের মাঝে একটু আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রায় ২০০টি শাড়ি হিন্দু মুসলমানদের মঝে বিতরণের উদ্দেগ্য নেয় হাজীগঞ্জ ত্রিশূল সংঘ। বাংলাদেশ সাম্পদীয়ক এই দেশ এ ধ্যান ধারণাকে অন্তরে নিয় নান ধর্মে মানুষের সেবা কারা উদ্দেস্যে এই বস্ত্রগুলো বিতরন করা হয়। এই আয়োজন উপস্থিতি ছিলেন সংগঠনের সভাপতি ও হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রিটন চন্দ্র সাহা (লিটন)। উক্ত অনুষ্ঠানে সংগঠনের অন্যান সদস্যরা উপস্থিতি ছিলে। ত্রিশূল সংগ্যে উদ্দেগ্যে শারদ ড্র ঘোষনা করা হয়। প্রথম পুরস্কার এল ই ডি কালার টিভি নাম্বার টি হলো ৫৫২, ২য় স্মার্ট ফোন – ১৭৯০, ৩য় পুরস্কার – মোবাইল সেট- ২৬১৮, ৪র্থ পুরস্কার রাইচ কুকার- ১৩১৬, ৫ম পুরস্কার পানির ফিল্ডার – ১৭৬৬। অনুষ্ঠান শেষে দেবী দূর্গা বিসর্জ দেওয়া হয়। বিসর্জ টি হাজীগঞ্জ পৌর মহাশশ্মানের পাশে বালুর মাঠে হাজীগঞ্জ বাজারে অন্যন্য প্রতিমাগুলো এনে সারি করে রাখা হয় এবং বিসজনের পূর্বে আরোতি নিত্যতে সকল ভক্তরা আনন্দে উৎসবে মেতে উঠে। পরে এক এক করে চার মন্ডপের প্রতিমা গুলোকে ডাকাতিয়া নদীতে বিসর্জন দেওয়া হয়।



মন্তব্য চালু নেই