হাজার ফুট থেকে ঝুঁকিপূর্ণ ফটোশ্যুট, বিপাকে রুশ মডেল

আলোচনায় থাকতে কার না মন চায়। তাই বলে জীবনের ঝুঁকি নিয়েও। হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে দুবাইয়ে। ইনস্টাগ্রামে সবাইকে তাক লাগিয়ে দেওয়া একটি ছবি পোস্ট করার জন্য সেই কাজটি করেছেন এক রুশ মডেল। নাম ভিকি ওডিন্টকোভা। দুবাইয়ের ১ হাজার ৪ ফুট উঁচু কায়ান টাওয়ার থেকে এক হাতে ঝুলে থেকে ফটোশ্যুট করেছিলেন তিনি। ২৩ বছর ভিকি ওই বহুতল থেকে ঝুলে পড়েন। কেবল তার এক হাত শুধু ওপর থেকে ধরেছিলেন তার এক সহকারী।

বিপজ্জনক এই ফটোশ্যুটের ভিডিও ইনস্টাগ্রামে লাখো মানুষ দেখেছেন ঠিকই। কিন্তু কায়ান টাওয়ারের নির্মাতারা ওডিন্টকোভার এই স্টান্টবাজিতে মোটেই মোহিত নন। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, কোন সম্মতি ছাড়া বা নিরাপত্তার আদৌ কোন ব্যবস্থা না নিয়ে ওই ফটোশ্যুট করা হয়েছে। তাই ভিকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তারা।

মডেল ভিকি অবশ্য বলেছেন, এমন ফটোশ্যুট আবার করার ইচ্ছে নেই তার। তবে তার বক্তব্য, এমন বিপজ্জনক কাজের জন্য তার ও তার টিমের তিরস্কার নয়, ক্ষতিপূরণ প্রাপ্য।



মন্তব্য চালু নেই