হাছান মাহমুদ উন্মাদ বালক : মির্জা ফখরুল

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদকে বদ্ধ উন্মাদ বালক বলে আখ্যায়িত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের এক রেস্টুরেন্টে লেবার পার্টি আয়োজিত ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, রোববার জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় বনমন্ত্রী ড. হাছান মাহমুদ গাজায় হামলার ঘটনায় ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই মির্জা ফখরুল তাকে উন্মাদ বালক বলে আখ্যায়িত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এসব বদ্ধ উন্মাদ ও অর্বাচীন বালকেরা রাজনীতিতে এসে এমন সব কথা বলেন যেগুলো মানুষের কাছে হাস্যকর।’

তিনি বলেন, ‘যেভাবে ফিলিস্তিনিতে অমানবিকভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, ঠিক তেমনি করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে।’ তাদের ওপর স্ট্রিম রুলার চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পরিসংখ্যান তুলে ধরে বিএনপির এ মুখপাত্র আরো বলেন, ‘গত তিনমাসে বিএনপির ৩শ সৈনিককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে ৬৫ জনকে।’

সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘তারা বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকতে চাই। অতীতেও তারা মানুষের ওপর স্ট্রিম রুলার চালিয়ে ক্ষমতায় টিকে ছিল।’

বর্তমান সরকার বিচার বিভাগকে পার্লামেন্টের অধীনে নেয়ার যে প্রক্রিয়া চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘বিচার বিভাগকে পার্লামেন্টের অধীনে নেয়া হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর।’

৫ বছরে এ দেশকে ধ্বংস করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘১২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে। আর এগুলো হচ্ছে সরকারের জবাবদিহীতা না থাকার কারণে।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সাংগঠনিক সস্পাদক ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, এলডিপির চেয়ারম্যান গোলাম মর্তুজা, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।



মন্তব্য চালু নেই