হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে জন্মাষ্টমী উদযাপিত

সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম মন্দিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

দুষ্টের শাসন ও শিষ্টের পালনের মাধ্যমে সার্বজনীন ও সর্বজনীন মানবতার কল্যাণে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়। শ্রীকৃষ্ণের ৫৩৪১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে জন্মাষ্টমীর আনন্দঘন উৎসবের আয়োজন করে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম মন্দির পরিচালনা পর্ষদ।

আশ্রম মন্দির প্রাঙ্গনে রোববার সন্ধ্যা থেকে শুরু হয় নাম সংকীর্তন ও ভাগবত আলোচনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, আশ্রমের অধ্যক্ষ অবারিত দাস বাবাজি, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার নিরঞ্জন কুমার পাল, নয়ন রঞ্জন মজুমদার, রাম প্রসাদ মিত্র, মাস্টার গোবিন্দ লাল মিত্র, প্রভাষক অসিম কুমার বোস, প্রভাষক সুভাষ চন্দ্র পাল, মাস্টার মধুসূদন পাল, মিলন কুমার দত্ত, কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন কবির প্রমুখ।



মন্তব্য চালু নেই