হরিণ শিকার করে বিতর্কে ম্যারাডোনা

কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা নিজের কর্মের কারণেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন। গতকাল টুইটারে ম্যারাডোনার একটি ছবি প্রকাশিত হয়।

আর সে ছবিতে দেখা গেল, তার ডান হাতে একটি রাইফেল, আর বাঁ হাতে একটি মৃত হরিণ। হরিণশাবকটি আবার অ্যারাবিয়ান অরিক্স প্রজাতির। আরবের মরুভূমি অঞ্চলের এই প্রাণীটি সত্তরের দশকে প্রকৃতিতে বিলুপ্ত হয়ে গিয়েছিল।

১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা মৃত হরিণটি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। যদিও এখনো জানা যায়নি ম্যারাডোনা নিজে শিকার করেছেন কী না। কিন্তু তার মতো ফুটবলারের এই ছবি দেখে স্বভাবতই রেগেছেন পশুপ্রেমিকরা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলা বলি শুরু করেন, এর থেকে বেশি আর কী আশা করা যায়। ম্যারাডোনা তো। তবে এই বিষয়ে এখনো ম্যারাডোনা মুখ খুলেননি।



মন্তব্য চালু নেই