হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে পেশাজীবীদের মানববন্ধন

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গুলশানে মানববন্ধন করেছেন আওয়ামীপন্থী পেশাজীবীরা।

গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী রোডে রবিবার সকাল ১১টায় এ মানববন্ধন করে তারা। এতে অংশ নেয় প্রকৌশলী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া নারী উদ্যোক্তা কানিজ মাসুমা সুলতানা হরতাল-অবরোধ প্রত্যাহরের দাবি জানিয়ে বলেন, ‘আমরা সাধারণ মানুষ সহিংসতার বিপক্ষে। আমরা জিম্মি হয়ে পড়েছি। এ থেকে মুক্তি চাই। যারাই সহিংসতা করুক তা বন্ধ করতে হবে। যারা সহিংসতা করে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

দেশব্যাপী নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সংসদ সদস্য এ্যাডভোটেক তারানা হালিম। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। তার এই মানুষ হত্যার কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নেই।’

তারানা হালিম বলেন, ‘সহিংসতা মানবিকতা হতে পারে না। সহিংসতা মানুষের অধিকার রক্ষার কর্মসূচি হতে পারে না। তাই সহিংসতা বন্ধ করতে হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘মানবতার পক্ষে আমরা সহিংসতার বিপক্ষে’, ‘পুড়ছে স্বদেশ, জ্বলছে স্বজন’, ‘বার্ন ইউনিটে এ কোন বাংলাদেশ’, ‘মায়ের কোলে দগ্ধ শিশু এ রাজনীতি নয় অন্য কিছু’, ‘থামাও সহিংসতা’ ইত্যাদি লেখা ব্যানার ও ফেস্টুন।

মানববন্ধনে বেশ কয়েকজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। এর মধ্যে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, তুষার খান, নাদের চৌধুরী, চঞ্চল চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই