হঠাৎ রাষ্ট্রপতির সাক্ষাতে গেছেন সিইসি

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সিইসির ভাষ্য, হঠাৎ করেই এই সাক্ষাতে যাচ্ছেন তারা।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বঙ্গভবনের দিকে রওনা হন তিনি।

সিইসির সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী এবং ইসির সচিব সিরাজুল ইসলাম।

বঙ্গভবনের উদ্দেশে যাওয়ার সময় সিইসি সাংবাদিকদের বলেন, “আমরা প্রতি বছরই যাই। আজ হঠাৎ করেই যাচ্ছি।”

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাতের জন্য সময় নির্ধারণ হয়েছে।



মন্তব্য চালু নেই