হঠাৎ ধোনির প্রশংসায় শাস্ত্রী!

ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রীর দাপটের কথা সবাই জানেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি। রবি শাস্ত্রীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনীর ‘শীতল যুদ্ধ’ অনেক দিন ধরেই চলে আসছে। কিন্তু হঠ্যাৎই ধোনির প্রশংসা করলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। শুক্রবার রবি শাস্ত্রী ধোনি সম্পর্কে জানান, মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের একজন।

রবি শাস্ত্রীর ভাষ্য, ‘ওয়ানডের সেরা একজন খেলোয়াড় ধোনি। সীমিত ওভারের ক্রিকেটে তার রেকর্ড ও অধিনায়কত্বের প্রতিভা বিস্ময়কর। আমি মনে করি তার রেকর্ডেরের ধারের কাছেও কেউ আসতে পারবে না। এবং তার মত কেউ অধিনায়কত্বও করতে পারবে না।’

তিন মাস পর আবারো ভারতের জার্সি পরবেন ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের খেলা শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। গত তিন মাস টেস্ট ক্রিকেট খেলা ভারতীয় দলকে সামলেছেন বিরাট কোহলি। অনেকেই মনে করছেন বিরাট কোহলির আমলে ধোনি বেশিদিন টিকতে পারবেন না ভারতীয় দলে! তবে শাস্ত্রী জানান, সে রকম কোনো কিছুর সম্ভাবনা নেই। এক প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, ‘ধোনিকে তার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সে জানে তার কি করতে হবে। এটা নতুন না।’

ওয়ানডেতে ধোনির রেকর্ড অসাধারণ। ২৬৫ ম্যাচে ৫২.২৪ গড়ে ৮৬২০ রান করেছেন ধোনি। স্ট্রাইক রেট ৮৮.৯৫। অধিনায়ক হিসেবেও ধোনির রেকর্ড সমৃদ্ধ। তার অধিনায়কত্বে ১৮১ ওয়ানডেতে ১০১ ম্যাচ জিতেছে ভারত। সাফল্যের গড় ৬০.৫৮। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সকল ট্রফিও জিতেছেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ভারত।



মন্তব্য চালু নেই