হঠাৎ দিল্লি সফরে এরশাদ

চারদিনের ব্যক্তিগত সফরে ভারতে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে জেট এয়ারের একটি বিমানযোগে দিল্লির উদ্দ্যেশে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

ব্যক্তিগত এ সফরের বিষয়ে নিয়ে তিনি নেতাদের তেমন কিছুই জানাননি। ভারতে এরশাদের সফরসঙ্গী হয়েছেন একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন, যেহেতু তিনি একজন সাবেক রাষ্ট্রপতি এবং একজন রাজনৈতিক নেতা তাই ভারতে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক হতেই পারে। তবে বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে তিনি আজমির শরীফেও যেতে পারেন।

বিমানবন্দরে সাবেক এই রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব হয়েছেন রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।

আগামী ২২ জুন একই ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই