হঠাৎ ঢাকা ছাড়লেন সেইন্টফিট

চুক্তি করছেন না, সেটা জানিয়ে দিয়েছেন আগেই। তবু বলেছিলেন মালয়েশিয়া ম্যাচ পর্যন্ত থাকবেন। সেইন্টফিট থাকলেন না। হঠাৎ করেই বেলজিয়ামে চলে গেলেন। ফলে এই কোচের মামুনুলদের দায়িত্বে ফেরা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে।

রোববার যাওয়ার আগে বলে গেছেন, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি।

গত ২৭ জুলাই সেইন্টফিটের সঙ্গে চুক্তির দিনক্ষণ ছিল বাফুফের। কিন্তু সেদিন বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করলেও পেটের অসুস্থতার কথা বলে চুক্তিপত্রে সই করেননি ৪৩ বছর বয়সী এই কোচ।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অবশ্য বলছেন, ‘আমরা তার ফেরার টিকেট বুকিং দিয়েছি। তিনি নিশ্চিত করলেই আমরা টিকেট কেটে ফেলব।’

এশিয়ান কাপের প্লে-অফে ওঠার ম্যাচে ভুটানের সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ। বাফুফের আশা, আগামী ১৭ অগাস্ট বাংলাদেশে ফিরে ২৭ অগাস্ট থেকে ভুটান ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন সেইন্টফিট।

সেইন্টফিট সম্প্রতি জানান, নাইজেরিয়ার কোচের পদ তার কাছে প্রথম। ওই চাকরি পেলে বাংলাদেশের চাকরি ছেড়ে দিবেন তিনি। অনেকে ধারণা করছেন নাইজেরিয়া থেকে সবুজ সংকেত পেয়েই ঢাকা ছেড়েছেন এই কোচ।



মন্তব্য চালু নেই