হঠাৎ আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওলট-পালট

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং হঠাৎ ওলট-পালট হয়ে গেছে। তবে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই দুই দেশের মধ্যে ওলট-পালট হলেও বাংলাদেশের গড়া ওয়ানডে র‌্যাঙ্কিং আগের জায়গায়ই রয়েছে। পূর্বের মত বর্তমানে বাংলাদেশের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে স্থান সাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ইংল্যান্ড। সবশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৫ম স্থানে উঠে এসেছে ইংলিশরা। ১ ধাপ নেমে গেছে লংকানরা। এছাড়া দলীয় র‌্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সিরিজ শুরু হবার আগে ১০৩ রেটিং পয়েন্ট থাকলেও, বর্তমানে তাদের পয়েন্ট ১০৬। আর সিরিজ হেরে যাওয়ায় ৩ পয়েন্ট হারিয়েছে লংকানরা। ১০২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৬ষ্ঠ স্থানে। ৯৮ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পরই আছে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই