হজ সম্পন্নে প্রস্তুত সৌদি আরব

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি। হাজিদের পূর্ণ নিরাপত্তা সহকারে হজব্রত পালনে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সৌদি সরকার।

শুক্রবার এক বিবৃতিতে মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সল এ কথা জানান।

তিনি বলেন, সৌদি আরব প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হজ যাত্রীদের সেবা দিয়ে যাবে।

আগামী ২১ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের হজে বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত সৌদি সরকার।

দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিভাগ হজ পালনে সার্বিক সহযোগিতার জন্য মনিটরিং সেল খুলে নারীসহ প্রায় ১৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে।

পবিত্র হারামাইন শরিফাইনের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শাইখ আবদুর রহমান আল সুদাইস বলেছেন, হাজিগণ পবিত্র কাবা ঘরে নামাজ আদায় করার জন্য সদ্য প্রসারিত অংশ ব্যবহার করতে পারবেন। হাজিদের নিরাপত্তার জন্য আরাফাত, মিনা ও মুজদালিফায় প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং প্রায় ৫০ হাজারেরও অধিক বিশেষ নিরাপত্তা বাহিনীসহ স্বাস্থ্য সেবা দানকারী ও পরিষ্কার-পরিছন্ন কর্মী। কোরবানির পশু জবাই ও সংরক্ষণের জন্য মক্কার পৌরসভার একটি টিম বিশেষভাবে প্রস্তুত রয়েছে। হাজিদের স্বাস্থ্য সেবা দিতে ৬৮ টি মোবাইল ইউনিটসহ প্রায় ১০০টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এ বছর হজ করতে এসে মক্কা ও মদিনায় এ পর্যন্ত ৩৩ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।



মন্তব্য চালু নেই