হজ ক্যাম্পের সামনে ক্ষুব্ধ হজ যাত্রীরা

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছে হজে যেতে না পারা ব্যক্তি ও কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যরা। তারা হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ এনে ধর্মসচিব ও হজ অফিসের পরিচালকের অপসারণ দাবি করেছেন।

শুক্রবার বেলা ২টার দিকে উত্তরার আশকোনা হজ ক্যাম্পের সামনের সড়কে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। জুমার নামাজের পর ক্যাম্পের ভেতর থেকে বিক্ষোভ মিছিলসহ বের হয়ে সামনের রাস্তায় এসে সমাবেশ করেন হজযাত্রা বঞ্চিত ব্যক্তি ও ট্রাভেল এজেন্সির সদস্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোয়াল্লেম ফি জমা দেওয়ার পরও অনেকে এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও হজ ক্যাম্পের এক কর্মকর্তাকে দায়ী করে তাদের অপসারণ ও শাস্তি দাবি করেন তারা।

বৈধ হজযাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।



মন্তব্য চালু নেই