হজে গিয়ে সৌদিতে ৭ বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সাত বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মোট ৪৩ হাজার ৮৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মক্কায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্কের ২৮ আগস্ট রাত ১২টার তথ্যে এ সব তথ্য জানা গেছে।

তাদের মধ্যে মক্কায় পাঁচজন ও মদিনায় দু’জন মারা গেছেন, তাদের সবাই পুরুষ। প্রায় সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি এ ০৯৮৬৩৭৮।

এর আগে নওগাঁর মোহাম্মদ আফজাল হোসাইন (৭৯), কুমিল্লার মো. গাজী রহমান (৭৭), শেরপুরের মো. কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুরের মো. আম্বার আলী (৫২), ঢাকার মীর লিয়াকত আলী (৬১) ও কুমিল্লার শফিকুল ইসলাম (৬৫) সৌদি আরবে গিয়ে মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া ফ্লাইট গত ১৬ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ২৭ অক্টোবর।

এবার ৭৮৩টি এজেন্সি বেসরকারি হজ ব্যবস্থাপনার অনুমোদন পেয়েছে।



মন্তব্য চালু নেই