‘হজে গিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই’

হজ করার জন্য সৌদিআরব যেয়ে সেখান থেকে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি।

বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সৌদি আরব থেকে হজ যাত্রীরা অন্য কোন দেশে যেতে পারবে না। কারণ তারা সেখানে যাওয়ার পর থাকা-খাওয়া, কোন হোটেলে থাকবে তা সব কিছুই নির্ধারন করবে এজেন্সী। সৌদি সরকার হাজীদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, পরিচয়পত্র ছাড়া এবার হজ ক্যাম্পে কেউ প্রবেশ করতে পারবে না।

হজ নিয়ে একটি কুচক্রি মহল মাঠে নেমেছে জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের হয়রারি করা, অর্থ আত্মসাত করা, প্রশাসনকে বিভ্রান্ত করাই এদের মূল উদ্দেশ্য। তিনি জানান, কাগজে-কলমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই