হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়

৪১৯ জন হাজিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১২ ফ্লাইটটি বিকেল পৌনে ৩টায় হাজিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফ্লাইটটি সকাল ১০টায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত দেড়টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্য ছাড়ার কথা থাকলেও চার ঘণ্টা দেরি করে রওনা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরো তিনটি ফ্লাইটে হাজিদের নিয়ে দেশে ফেরার কথা রয়েছে আজ।

আগামী ৮ নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চলবে। এ সময় ১৩৪টি ফ্লাইট চালাবে বাংলাদেশ এয়ারলাইনস।

এবার প্রায় এক লাখ বাংলাদেশি সৌদি আরবে হজ পালন করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার এবং বেসরকারিভাবে সাড়ে ৯৭ হাজার জন হজে যান। গত ৫ অক্টোবর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।



মন্তব্য চালু নেই