হজযাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস

হজযাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে বিমানবন্দরে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর)।

বৃহস্পতিবার দুপুরে হজযাত্রীদের জন্য এ ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

তিনি বলেন, হজযাত্রীদের যাতায়াতের এই সুবিধার জন্য ২টি বাস সার্বক্ষণিক হজক্যাম্পে রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সার্বক্ষণিক এ বাস চালু থাকবে।

এর পাশাপাশি বিমানবন্দর থেকে পুরো হজক্যাম্প এলাকায় যাতে কোনো প্রকার গাড়ির জটলা না থাকে সে বিষয় মাথায় রেখে উত্তর ট্রাফিক বিভাগ কাজ করছে।

ফ্রি বাস সার্ভিস ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা ট্রাফিক বিভাগের (উত্তর) অতিরিক্ত উপ কামশিনার (এডিসি) হুমায়রা পারভিন, সিনিয়র সহকারী কমিশনার আবু ইউসুফ, সহকারী কমিশনার (এসি) জিন্নাত আলম মোল্লা, বিমানবন্দর জোন ট্রাফিক ইনিসপেক্টর (টিআই) আব্দুল আলিম চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই