হকিতে এবার চায়নিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচটি তারা জিতেছিল ৫-৪ গোলে। সে ধারাবাকিতায় টানা আরো দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে চায়নিজ তাইপেকে হারিয়েছে। ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ী দলের সঙ্গে।

শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আসরে বাংলাদেশ সবচেয়ে বড় জয় পেয়েছিল নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে। সে ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল।

সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরটি। ২০১১ সালে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়নি এই আসরে। জাপানও আসেনি নিরাপত্তাসংক্রান্ত জটিলতায়।



মন্তব্য চালু নেই