সড়কে প্রাণ গেল পুলিশ কনস্টেবলসহ ৫ জনের

রংপুর, গাইবান্ধা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়ের আটোয়ারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস (যশোর-ব-১১০০৩৪) মিঠাপুকুর উপজেলার জায়গীরে শাপলা কোল্ড স্টোরের সামনে পৌঁছালে গাছের গুঁড়ি ভর্তি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকসহ তিনজন নিহত হন। বাসটিকে আটক করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী : ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে গেছে। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

তিনি মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সে সময় আরো দুজন কনস্টেবল আহত হন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে জানান, রাতে টহলের সময় একটি ট্রাক পুলিশভ্যানটিতে ধাক্কা দেয়।এতে ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মোহাম্মদ রফিক (৩৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাক বা চালক কাউকেই আটক করা যায়নি বলেও জানান এসআই।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত এবং ১০ জনের মতো আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা উল্লাস পরিবহন বাসটি নীলফামারীর ডিমলায় যাচ্ছিল। গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে আসার পর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই