স্মিথকে প্রতারক বললেন কোহলি, কি হবে বিচার?

মাঠের লড়াই পৌঁছে গিয়েছিল আইসিসি–‌তে। তৃতীয় টেস্টে কী ফল হবে, তার থেকেও যেন বেশি আলোচনা চলছিল, আইসিসি–‌র দরবারে স্টিভ স্মিথ কী শাস্তি পাবেন?‌ বিচার কী হবে?

বেঙ্গালুরু টেস্টে দুই শিবিরের মধ্যে মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। স্মিথকে প্রতারক বললেন কোহলি। সুনীল গাভাসকারের মতো প্রাক্তনরাও সোচ্চার হয়েছিলেন স্মিথদের শাস্তির দাবিতে।

ক্রিকেটারদের চাপে পড়ে ভারতীয় বোর্ডও নালিশ জানায় আইসিসি–‌র কাছে। আইসিসি–‌তে ভারতের যা প্রভাব, তাতে ভারতের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করাও মুশকিল ছিল। আবার শাস্তি দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল চেহারা নিতে পারত।

সন্ধি প্রস্তাব আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিক থেকেই। সিএ কর্তা জেমস সাদারল্যান্ড বলেন, মাঠের বাইরের বিষয় নিয়ে বেশি চর্চা হচ্ছে। আমরা চাই, ক্রিকেটের উপরেই ফোকাসটা থাকুক। দুই পক্ষকেই নিজেদের ভুল শুধরে নিতে হবে।

ভারতীয় বোর্ডও বিষয়টি মেনে নিয়েছে। ঠিক হয়েছে, দুই অধিনায়ক যৌথ বিবৃতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেবেন।



মন্তব্য চালু নেই