স্মার্টওয়াচে সোনার প্রলেপ

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডিজাইনার মাইকেল কোর এবার পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য ডিজাইনে মনোনিবেশ করলেন। তার ডিজাইনকৃত প্রথম স্মার্টওয়াচ বাজারে এলো। মাইকেলের ডিজাইনকৃত দুইটি স্মার্টওয়াচ বাজারে এসেছে। এগুলো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত।

বিলাসবহুল এই স্মার্টওয়াচটির একটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। এটিতে সোনার প্রলেপ দেয়া হয়েছে। অন্যটি পুরুষদের জন্য। এত স্পোর্টি লুক দেয়া হয়েছে। উভয় স্মার্টওয়াচের দাম ৩৯৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩০ হাজার ৯৯৫ টাকা।

অ্যানড্রয়েড চালিত এই স্মার্টওয়াচ দুইটি আইফোনের সঙ্গেও সিঙ্ক করা যায়। বিশেষ ফিচার হিসেবে এগুলো আছে ডিসপ্লে ফেসেস। এগুলোর রিস্টব্যান্ড পরিবর্তনযোগ। চামড়া কিংবা সিলিকন ব্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে।

এসব স্মার্টওয়াচে সামাজিক যোগাযোগ মাধ্যমের নটিফিকেশন, বার্তা, ই-মেইল, অ্যাপ নটিফিকেশন
পাওয়া যাবে।

এছাড়াও স্মার্টওয়াচগুলোতে বিল্টইন ফিটনেস ট্রেকার রয়েছে। ওয়াচ দুইটি গুগলের ভয়েস কমান্ড সমর্থন করে।



মন্তব্য চালু নেই