স্বামী করলেন পদত্যাগ, স্ত্রী পেলেন দায়িত্ব

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপির মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রে এক নেতার এক পদ সংযুক্ত হওয়ায় গঠনতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতির পদ থেকে পদত্যাগ করায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহসভাপতি সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী। তিনি জানান, কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু পদত্যাগ করায় দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি রুমানা মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন।

এদিকে রুমানা মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আবদুল জব্বার বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম খান আলো, যুগ্ম আহ্বায়ক সুলতান তালুকদার অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য চালু নেই