স্বাক্ষর জাল করে কলেজ শিক্ষকের চরিত্র হননের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বাক্ষর জাল করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন এক বিশিষ্ট সমাজসেবক। সোমবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া উপজেলার মৃত কাজী আব্দুল মান্নানের পুত্র সমাজসেবক কাজী আব্দুল ওহাব। লিখিত বক্তব্য তিনি বলেন, তার স্বাক্ষর জাল করে একখানা অভিযোগ পত্র শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সোলায়মান হোসেনের বিরুদ্ধে উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজের সভাপতি মহোদয়ের নিকট দায়ের করেছে কতিপয় ব্যক্তিরা। উক্ত অভিযোগের ফটো কপি হাতে পেয়ে জানতে পারলাম যে, অভিযোগে ১/৪নং ক্রমিকে তার নৈতিক অবক্ষয় জনিত যে সকল উক্তি করা হয়েছে তা সবই মিথ্যা ভিক্তিহীন,বানোয়াট ও কাল্পনিক কাহিনী মাত্র। আমি সংবাদ সম্মেলনে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিগত কয়েক দিন পূর্বে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের একজন প্রভাষক আমার নিটক এসে প্রভাষক মোঃ সোলায়মান হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত একটি অভিযোগ পত্রে স্বাক্ষর করতে বললে আমি রাজী হইনি। পরবর্তীতে কেউ আমার জাল স্বাক্ষর ব্যবসহার করে ওই অভিযোগপত্র দায়ের করেছে। আমার জানা মতে,প্রভাষক মোঃ সোলায়মান হোসেন একজন অত্যন্ত ভাল শিক্ষক ও সৎ চরিত্রবান মানুষ। সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের সত্য ঘটনা প্রকাশের জন্য আবেদন জানান সমাজসেবক কাজী আ.ওহাব।



মন্তব্য চালু নেই